শেখ মনিরুল ইসলাম : শুক্রবার বিকেলে সাড়ে পাঁচটায় লালন উৎসব’র প্রস্তুতি সভা শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের নীচ তলায় অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা সুভাস সরকার। সভায় বক্তারা সম্প্রতি লালনের গানের দুটি চরণ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বিস্মিত প্রকাশ করেন।
বক্তারা বলেন লালন কোন ধর্মের অনুসারী নন। তিনি কোনো সম্প্রদায়ের বা কোনো জাতের নন। তাঁর লেখা গান কোনো সম্প্রদায়ের ধর্মীয় অনুভুতিতে আঘাত হানতে পারে এমন লেখা তিনি লেখেননি। তা স্বত্তেও তাঁর লেখা যদি ফেসবুকে কেউ স্টাটাস দেন সেটা বেআইনি হবার কথা নয়।
সভায় খুব শীঘ্রই সাতক্ষীরাতে লালন উৎসব করার ব্যাপারে আবারও বড় আকারে প্রস্তুতি সভা করার জন্য সবাই ঐক্যমত পোষণ করেন। সভায় বক্তব্য রাখেন জাসদের জেলা সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলি, বাসদের সমন্বয়ক নিত্যানন্দ সরকার, জেএসডির আব্দুল জব্বার, রওনক বাসার, মনিরুজ্জামান মুন্না, অধ্যাপক প্রকাশ বিধান, স পিবিরি জেলা সভাপতি কমরেড আবুল হোসেন, উদীচী সাতক্ষীরার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, কবি গাজী শাহজাহান সিরাজ, উদীচী সাতক্ষীরার সাধারণ সম্পাদক সুরেশ পান্ডে, প্রথম আলো বন্ধু সভার সভাপতি কর্ণ বিশ্বাস, কবি নিশিকান্ত ব্যানার্জী প্রমুখ।