শুক্রবার , ১০ মে ২০২৪ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

গভির রাতে সাবেক প্রাণি সম্পদ কর্মকর্তার বাড়িতে ডাকাতি : নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

প্রতিবেদক
satkhirar sakal
মে ১০, ২০২৪ ১১:১৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : ০৯ মে বৃহস্পতিবার দিনগত গভির রাতে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের যোগরাজপুর গ্রামের সরদার বাড়ি সাবেক উপ-সহকারি প্রাণি সম্পদ কর্মকর্তা আবুল কালাম মোস্তফা’র বাড়িতে ওই ডাকাতির ঘটনা ঘটে।

সূত্রে জানাগেছে, ৫ সদস্যের ডাকাত দল বৃহস্পতিবার দিনগত রাত ২ টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার অবসর প্রাপ্ত উপ-সহকারি প্রাণি সম্পদ কর্মকর্তা আবুল কালাম মোস্তফার বাড়ির দক্ষিণ পাশে প্রাচির টপকে বিল্ডিংএর গ্রীলের দরজার হ্যাসবোল কেটে ঘরে প্রবেশ করে। বিল্ডিংএর পূর্বপাশের ঘরে আবুল কালাম মোস্তফা ও তার স্ত্রী মমতাজ বেগম ঘুমিয়ে ছিলেন। ডাকাতদল দক্ষিণপাশের ঘর দিয়ে প্রবেশ করে পূর্বপাশের ঘরে যেয়ে লাইটের সুইজদেয়।

এসময় লাইটের আলোতে সাবেক প্রাণি সম্পদ কর্মকর্তা আবুল কালাম মোস্তফার ঘুম ভেঙে গেলে মুখে কাপড় বাঁধা ডাকাত দলের এক সদস্য লোহার ধারালো অস্ত্র ঠেকিয়ে আবুল কালামকে চিৎকার চেচামিচি করতে না করে। এবং সাথে সাথে তারা আবুল কালামকে কাপড় দিয়ে হাত ও চোখ বেঁধে ফেলে। এর পর স্ত্রী মমতজ বেগমকে ডেকে ঘুম থেকে তুলে তাকেও কাপড় দিয়ে হাত ও চোখ বেঁধে ডাকাত দল বলতে থাকে আপনি কি ইউনিয়ন পরিষদের মেম্বর? জবাবে আবুল কালাম বলেন আমি অবসরপ্রাপ্ত কর্মকর্তা।

তাহলে ঘরে টাকা-পয়সা, গহনা কোথায় কি রাখা আছে সব বের কওে দেন। ভয়ে মমতাজ বেগম তাদের আলমারিতে রাখা আছে বলে জানিয়ে দেয়। এসময় আলমারির তালা ভেঙে প্রায় ৪০ ভোরি স্বর্ণালংকার ও নগদ ১লাখ ৭০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

এঘটনায় অবসরপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা আবুল কালাম জানান, আমার ছেলের বিয়ের জন্য কিছু স্বার্ণালংকার তৈরি করে রেখেছি এবং আমার মেয়ে-জামাইএর কিছু স্বর্ণালংকার একসাথে রাখা ছিলো। ডাকাতরা আমাকে ও স্ত্রী মমতাজ বেগমকে হাত ও চোখ বেঁধে এক ঘরে রেখে অন্যঘরের আলমারির তালা ভেঙে ওই ৪০ ভরি স্বর্ণালংকার (যার আনুমানিক মূল্য-৩২লাখ টাকা) ও নগদ ১লাখ ৭০ হাজার টাকা নিয়ে যায়। ডাকাত দল আনুমানিক রাত দুইটার সময় ঘরে ঢোকে। এবং রাত চার টার দিকে চলে যায়।

তারা চলে যাওয়ার সময় স্ত্রী মমতাজ বেগমের সহযোগিতায় আমার চোখে বাঁধা কাপড় আংশিক সরিয়ে নিয়ে আমাদের ডাইনিং রুমে যেয়ে ডাকাত ডাকাত বলে চিৎকার দেই। আমার আত্মীয়-স্বজনরা শব্দ শুনে ছুটে আসে। এরই মধ্যে ওই ডাকাত দল দ্রæত পালিয়ে যায়।

এঘটনায় সংবাদ পেয়ে সকাল ৯টার দিকে সাতক্ষীরা সদর থানার এসআই তাকবীর ও এস আই সেলিম রেজা ঘটনাস্থল পরিদর্শন করেন। এব্যাপারে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন ডাকাতির ঘটনায় সাবেক প্রাণি সম্পদ কর্মকর্তা আবুল কালামকে মামলা করার পরামর্শ দিয়েছি।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

কুলিয়া আঞ্চলিক প্রেস ক্লাবের সভা

যশোর লালদীঘির পাড়ে মোবাইল হাটে চুরি

বেগম রোকেয়া দিবস উপলক্ষে র‌্যালি, মানবন্ধন ও আলোচনা সভা

আশাশুনিতে যুবদল নেতার খোঁজ পেতে স্ত্রীর সংবাদ সম্মেলন

ট্রি অফ লাইফ ইন্টারন্যাশনাল সংস্থার সহযোগিতায় সাতক্ষীরায় ৬ হাজার কম্বল বিতরণ

দেবহাটায় জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতার প্রস্তুতি সভা

ব্রহ্মরাজপুরের গোয়ালপোতায় এমপি রবি’র উঠান বৈঠক

সাতক্ষীরায় দ্রব্যমূল্য বেশি নিলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পুলিশের

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সাধারন সভা

তালতলায় দুর্ঘটনাকে পুজি করে অর্থ দাবি ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার প্রতিবাদে মানববন্ধন