শহর প্রতিনিধি : শুক্রবার সন্ধ্যার পর শহরের সুলতানপুর বড়বাজারের ফুড গোডাউনের গেট প্রাঙ্গণে অন্নদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরার অতি: পুলিশ সুপার (পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার) সজিব খান। মানবিক এই কর্মসূচির প্রধান উদ্যোক্তা ছিলেন অতি: পুলিশ সুপার সজিব খান।
তিনি জানান, এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো সাতক্ষীরা শহরের ছিন্নমূল ও হতদরিদ্র মানুষকে খাদ্য দেওয়া, যারা ঠিকমত আহার জোগাতে পারেন না তাদের আহার দেওয়া।
তিনি জানান, প্রতি শুক্রবার সন্ধ্যার পর অন্নদান কর্মসূচি অব্যাহত থাকবে। এ ব্যাপারে তিনি শহরের বিত্তবান মানুষকে সহযোগিতা করার আহবান জানান। গতকাল প্রথম দিনে খাদ্য বিতরণ কাজে সম্পূর্ণ সহযোগিতা করেন সাবেক কাউন্সিলর আবুল কাশেম (মসল্যা ভান্ডার)। বিতরণ কাজে সার্বিক দায়িত্ব পালন করেন দৈনিক সাতক্ষীরার সকাল’র সাংবাদিক ও উদীচী সাতক্ষীরার নাট্য সম্পাদক শেখ মনিরুল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উদীচী সাতক্ষীরার সভাপতি শেখ সিদ্দিকুর রহান। এ সময় উপস্থিত ছিলেন পত্রদূতের সাংবাদিক সাকাওয়াত উল্লাহ, বিভিন্ন পুলিশ কর্মকর্তাসহ বাজারের গণ্যমান্য ব্যক্তিবর্গ।