ফজলুল হক, কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন ও ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল আলম বাবলুকে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
শনিবার (১১মে) সংগঠনের সভাপতি এস এম গোলাম রহমান ও সাধারণ সম্পাদক বিশ্বনাথ অধিকারী শীলন এর নেতৃত্বে তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন শিক্ষক সমিতির সদস্যরা। এসময় সংগঠনের নেতৃবৃন্দ মধ্যে সিনিয়র সহ সভাপতি শাহিনা আক্তার চায়না, সহ সভাপতি ফারুকুজ্জামান, সিনিয়র যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান যুগ্মসম্পাদক শহিদুল ইমরান, ইয়াদ আলী, সহ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান, ক্রীড়া সম্পাদক দেলোয়ার হোসেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন সম্পাদক মনিরুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক জাকিয়া সুলতানা, অর্থ সম্পাদক হাসনাতুজ্জামান মুকুলসহ শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।