শনিবার , ১১ মে ২০২৪ | ২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

দেবহাটায় বিল্ডিং কোড অমান্য করে যাতায়াতের পথ দখলের অভিযোগ

প্রতিবেদক
satkhirar sakal
মে ১১, ২০২৪ ১১:৩৮ অপরাহ্ণ

দেবহাটা প্রতিনিধি : বিল্ডিং কোড নীতিমালা ও আদালতের আদেশ অমান্য করে যাতায়াতের পথ দখল করে বেসঢালাইসহ সানসেট নির্মাণের অভিযোগ উঠেছে। দেবহাটা উপজেলার হাদিপুর গ্রামে এ ঘটনা ঘটিয়েছেন শেখ ফজলে করিম ও তার শরীকরা।

মামলার বিচবরণে ও সরেজমিনে গিয়ে দেখা যায়, দেবহাটার হাদিপুর মৌজায় বিআরএস ৮৪নং খতিয়ানের ওয়ারেশ শেখ ফজলে করিম ও তার শরীকরা সুকৌশলে তাদের অন্য শরিক শেখ জাকির হোসেন, শেখ আলমগীর হোসেন, আছিয়া খাতুন, নাসিমা খাতুন ও ফতেমা খাতুনকে জমির পিছনের অংশ দেয় এবং তাদের যাতায়াতের জন্য শেখ ফজলে করিম, শেখ মনিরুজ্জামান ও শেখ ফারুক হোসেন মাত্র ৫ফুট পথ রাখে।

সম্প্রতি শেখ ফজলে করিমগং পথের পাশে বাড়ি নির্মাণ করার সময় বিল্ডিং কোড অমান্য করে কোরিডোর (বারান্দা) বৃদ্ধি করে রাস্তাটি আরও সংকীর্ণ করে একই সাথে রাস্তার অপর পাশের বিল্ডিংয়ের বৃদ্ধি করে দুই পাশের বিল্ডিং একসাথে মিশিয়ে যাতায়াতের পথ দখল করে নেয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে জমির পিছনের শরিক শেখ জাকির হোসেন সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৫ ধারায় একটি মামলা করেন। মামলার তদন্ত ও শুনানী শেষে গত ৯ মে আদালত বিরোধীয় প্রথম পক্ষ শেখ জাকির হোসেনসহ অন্যদের জন্য সব সময় উন্মুক্ত রাখতে দ্বিতীয় পক্ষশেখ ফজলে করিমসহ অন্যদের আদেশ দেন।

এছাড়া সহকারী কমিশনার (ভ‚মি) দেবহাটাকে সার্ভেয়ারের মাধ্যমে মাপ-জরিপসহ রাস্তা চিহ্নিত করে দেওয়ারও আদেশ দেন আদালত। এঘটনায় প্রতিপক্ষ শেখ ফজলে করিম শনিবার বিরোধীয় ওই রাস্তা বরাবর বিল্ডিং নির্মাণের জন্য বেসঢালাই করেছেন। বিধি অনুযায়ী সীমানা থেকে দেড় ফুট ছেড়ে দিয়ে বিল্ডিং নির্মাণের নিয়ম থাকলেও তা মানছেন না শেখ ফজলে করিম। এছাড়া তিনি আদালতের আদেশেরও তোয়াক্কা করছেন না। এদিকে শেখ জাকির হোসেন জানান, তারা কয়েকটি পরিবার অবরুদ্ধ হয়ে পড়ছেন। যানবাহন নিয়ে বাড়ি থেকে বের হওয়ার কোন সুযোগ তারা পচ্ছেন না। এব্যাপারে তিনি আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করেন।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত