শাহ জাহান আলী মিটন, শহর প্রতিনিধি : সাতক্ষীরা পৌরসভার ৮ নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের সহযোগিতায় ৪ দিনব্যাপী ইভিসি কার্যক্রম বিষয়ক কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকাল ৯ টায় কামালনগর উদয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উপক‚লীয় শহরভিত্তিক জলবায়ু ঝুকি হ্রাস প্রজেক্ট (কো-চ্যাপ) এর আওতায় অনুষ্ঠিত কর্মশালায় পৌর ৮ নং ওয়ার্ড দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি কাউন্সিলর শফিকুল আলম বাবু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ রেডক্রস সোসাইটির প্রকল্প ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম, সিনিয়র টেকনিক্যাল অফিসার মো. মামুনুর রশিদ, প্রকল্প কর্মকর্তা জাকিয়া আক্তার প্রমুখ। কর্মশালায় ৮ নং ওয়ার্ডের বিভিন্ন শ্রেণীপেশার ৩০ জন ব্যক্তি অংশ নেয়। কর্মশালায় ঘূর্ণিঝড়, দুর্ভিক্ষু, বণ্যা, অতিবৃষ্টি, খড়া, তাপদাহ,জলাবদ্ধতা, ডেঙ্গু, কোভিড-১৯ সহ প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় কি করনীয় সে বিষয়ের উপর কর্মশালা অনুষ্ঠিত হয়।