রবিবার , ১২ মে ২০২৪ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

আশাশুনির কুল্যায় চিংড়ী মাছ প্রতিকের জনসভা

প্রতিবেদক
satkhirar sakal
মে ১২, ২০২৪ ১১:৪৩ অপরাহ্ণ

ই.এইচ. সুজন, কুল্যা প্রতিনিধি : আশাশুনি উপজেলার কুল্যায় উপজেলা পরিষদ নির্বাচনের লক্ষে চিংড়ী মাছ প্রতিকের জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি মাদ্রাসা মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। কুল্যা ইউনিয়নবাসীর আয়োজনে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এবিএম মোস্তাকিম।

এসময় উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম বলেন আমি আমার জীবনদশায় কাউকে অপমান করিনি। কাউকে কষ্ট দিইনি, কাউকে মিথ্যা মামলায় হয়রানী করিনি। কোন বিরোধী দলীয় নেতাদের তালিকা করিনি, কাউকে পুলিশ দিয়ে হয়রানি করিনি। জনসভায় সন্ত্রাস, মাদক ও লুটপাটের হাত থেকে আশাশুনি উপজেলাকে রক্ষা করতে এবং চিহ্নিত সন্ত্রাসীদের বয়কট করে চিংড়ী মাছ মার্কায় ভোট দিতে সকলের প্রতি আহবান জানান এবিএম মোস্তাকিম।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুম্ভজিৎ মন্ডল, সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব আ ব ম মোসাদ্দেক, সহ সভাপতি ঢালী মোঃ শামসুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আবু হেনা শাকিল, বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা, প্রতাপনগর ইউপি’র সাবেক চেয়ারম্যান শেখ জাকির হোসেন, আনুলিয়া ইউপির সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন, দরগাহপুর ইউপির সাবেক ইউপি চেয়ারম্যান জমির আলী, উপজেলা আওয়ামী লীগ নেতা সাজ্জাদুল হক টিটুল, মিজানুর রহমান মন্টু, শোভনালী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম গাইন, ইউপি সদস্য নজরুল ইসলাম, আব্দুল কাদের গাজী, তাহেরা বিশ্বাস, শোভনালী ইউনিয়ন থেকে ফরহাদ হোসেন নয়ন, প্রভাষক আব্দুল আলিম প্রমুখ। জনসভায় খাজরার মরহুম সরবত আলীর ছেলে ইউপি সদস্য শিমুল হোসেন তার পিতার হত্যাকারীদের ন্যায় বিচারের স্বার্থে সকলের কাছে চিংড়ী মাছ মার্কায় ভোট প্রার্থনা করে বক্তব্য রাখেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউপি সদস্য ও আ’লীগ নেতা আলমগীর হোসেন আঙ্গুর।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত