নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় “গণতন্ত্র ও গণতন্ত্র চর্চা বিষয়ক মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়েছে। ১২ মে, রবিবার সকাল ১১টায় সাতক্ষীরা সরকারী মহিলা কলেজ মিলনায়তনে উপজেলা যুব ফোরামের আয়োজনে এবং জেলা নাগরিক প্লাটফর্মের সহযোগিতায় আসন্ন সদর উপজেলা নির্বাচনে নতুন ভোটারদের ভোট প্রদানে উৎসাহ প্রদানের লক্ষ্যে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন রুপান্তরের জেলা নাগরিক প্লাটফর্মের যুগ্ম আহবায়ক ও উদীচী সাতক্ষীরার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, এ্যাড. সেলিনা আক্তার, প্রথম আলো বন্ধু সভা সাতক্ষীরার সভাপতি কর্ণ বিশ্বাস প্রমুখ। রুপান্তরের জেলা কো- অর্ডিনেটর মাসুদ রানার সার্বিক তত্ত¡াবধানে ও রুপান্তরের বিপুল রায়ের সঞ্চালনায় ঘন্টাব্যাপী অনুষ্ঠানে প্রায় দুইশত ছাত্রী এ সভায় অংশ গ্রহণ করে।