দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় নানা আয়োজনে বিশ্ব মা দিবস পালিত হয়েছে। রবিবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।
উপস্থিত থেকে বক্তব্য দেন দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুস সালাম সিদ্দিক, উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ইদ্রিস আলী, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, ইউপি সদস্য মাহাবুবুর রহমান বাবলু প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নারী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। এসময় বিশ্ব মা দিবস উপলক্ষে ৫ জন রতœগর্ভা মা ও তাদের সন্তানদের পুরস্কার প্রদান করা হয়। এছাড়া দেবহাটা উপজেলা মেডিকেল শিক্ষার্থী ৩ জন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত ২ জন শিক্ষার্থীকে নগদ ২ হাজার টাকা এবং মায়েদের ক্রেস্ট প্রদান করা হয়। এদিকে শুরুতে দিবসটি উপলক্ষে র্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।