নজরুল ইসলাম, পাইকগাছা প্রতিনিধি : স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে খাবার খাবো পুষ্টি গুণে” প্রতিপাদ্যে পাইকগাছায় (৯-১৫ মে) জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে সপ্তাহব্যাপী আয়োজিত গর্ভবতী মা, কিশোর কিশোরী ও প্রবীণ নাগরিকদের সচেতনতামূলক কার্যক্রম, বিলবোর্ড স্থাপন, এতিম দুস্থ ও অসহায় শিশুদের মাঝে পুষ্টিসমৃদ্ধ খাদ্য, কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, আলোচনা সভা সহ নানা কর্মসূচি পালন করা হয়।
বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মসূচিতে স্বাগত বক্তৃতা এবং সভাপতিত্ব করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীতিশ চন্দ্র গোলদার। জনস্বাস্থ্য প্রতিষ্ঠান আয়োজিত একর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন, পুষ্টি কমিটির উপদেষ্টা ও উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন, কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।
এসময় প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. বিষ্ণুপদ বিশ্বাস, গর্ভবতী মা ও শিশুদের পুষ্টি বিষয়ক বক্তৃতা করেন, জুনিয়র কনসালটেন্ট (গাইনী এন্ড অবস্) ডা. সুজন কুমার সরকার। এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. সঞ্জয় কুমার মন্ডল, এনেস্থিসিয়া কনসালটেন্ট ডা: জহিরুল ইসলাম, ডা. মোসা. শাকিলা আফরোজ, মো. ইব্রাহীম গাজী ও রাচী সিকদার, এসএপি পিও বিশ্বজিত দাশ, সহকারী শিক্ষক দেবব্রত সরকার, সিনিয়র নার্স হামিদা খাতুন ও মৌসুমী ফৌজদার, সুমাইয়া খাতুন সহ শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থীরা সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।এটি বাস্তবায়ন করেন, উপজেলা স্বাস্থ্য বিভাগ। অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে বই এবং গাছের চারা পুরষ্কার হিসেবে বিতরণ করেন অতিথিবৃন্দ।