শ্যামনগর ব্যুরো : সিসিডিবি পিসিআরসিবি প্রকল্প কতৃর্ক আয়োজিত ১৩ মে থেকে ১৬ মে চার দিন ব্যাপি ভামিয়া গ্রামের স্থানীয় অভিযোজন পরিকল্পনা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষঠিত হয়। কমর্শালাটি পরিচালনা করেন সিসিডিবি পিসিআরসিবি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মি: সুজন বিশ্বাস পরিচালনায় এবং দিল আফরোজার সঞ্চালনায়। উপস্থিত ছিলেন স্টেপ এন্ড বিল প্রজেকটের ম্যানেজার এস.এম মনোয়ার হোসন এবং টেকনিশিয়াল ম্যানেজার রাহাতুল ইসলাম সহ সিডিবির অন্যান্য সদস্য বৃন্দ।
চার দিনের কর্মশালায় ভামিয়া এবং বনবিবিতলা এলাকায় আপদ নির্নয়। আপদের প্রভাব বিপদাপন্নতার ক্ষেত্র সমূহ কি এবং বর্তমান অভিযোজিত কার্যক্রম কি আছে। কি ধরনের অভিযোজন কার্যক্রম পরিচালনা করা যায়। এই বিষয়গুলি নিয়ে কমর্শালায় চার দিনব্যাপী বিভিন্ন শ্রেনী পেশার মানুষদের নিয়ে কাজ করা হয়।