লিংকন আসলাম, আশাশুনি প্রতিনিধি : আশাশুনি থানা জামে মসজিদের একাধারে চতুর্থবারের মত সভাপতি নির্বাচিত হয়েছেন সাতক্ষীরা জেলা পরিষদের সাবেক সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো: মহিতুর রহমান। শুক্রবার (১৭ মে) জুম্মা নামাজের পূর্বে উপস্থিত মুসল্লিদের সর্ব সম্মতি সিদ্ধান্তে বিনা প্রতিদ্ব›িদ্বতায় চতূর্থবারের মত সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ মহিতুর রহমান।
এছাড়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আশাশুনি সরকারি কলেজের প্রভাষক আলহাজ্ব মোঃ জহুরুল ইসলাম ও কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মোঃ আব্দুর রহমান মিঠু। আগামী দুই বছরের জন্য এ কমিটি নির্বাচিত হয়। টানা চতুর্থবার নির্বাচিত সভাপতি মোঃ মহিতুর রহমান বলেন, কমিটির নেতৃবৃন্দ ও মসজিদের নিয়মিত মুসল্লীদের সাথে নিয়ে তাদের মতামতের ভিত্তিতে অতিদ্রæত পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।