ডেস্ক রিপোর্ট : ৩১৩, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য লায়লা পারভীন সেঁজুতিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় পরিবার। এসময় তিনি স্কুলের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখারঅহবান জানান, বৃহস্পতিবার সকালে শহরের ইটাগাছা হাটের মোড়স্থ সংসদ সদস্যের বাসভবনে উপস্থিত হয়ে শিক্ষকরা এ শুভেচ্ছা জানান।
এসময় এমপি লায়লা পারভীন সেঁজুতিকে প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজী বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে বলেন, যশোর বোর্ডের আওতাধীন বেসরকারি হাইস্কুলের মধ্যে নবারুণ পরপর কয়েক বছর গৌরবের সাথে শীর্ষ স্থান দখল করে আসছে। জেলার সর্ববৃহৎ এসএসসি পরীক্ষার কেন্দ্র এটি। খুলনা বিভাগের মধ্যে নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয় শ্রেষ্ঠত্বের তালিকায় অন্যতম। বিদ্যালয়টিতে প্রায় দেড় হাজার শিক্ষার্থী লেখাপড়া করছে।
আব্দুল মালেক গাজী বলেন, তিনি এ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর সাফল্যের তালিকায় যুক্ত হচ্ছে নতুন নতুন পালক। খেলাধুলায় ও সাংস্কৃতিক চর্চায় এ বিদ্যালয়ের সুনাম ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। এমতাবস্থায় একটি মহল ঐতিহ্যবাহী এ বিদ্যালয়ের সুনাম নষ্ট করতে মরিয়া হয়ে উঠেছে। ষড়যন্ত্রকারীদের হাত থেকে বিদ্যালয়টিকে সুরক্ষার জন্য প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য লায়লা পারভীন সেঁজুতিকে বিনয়ের সাথে অনুরোধ জানান। উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক সেলিমুল ইসলাম, সিনিয়র শিক্ষক নাজমুল লায়লা, তৈবুর রহমান, মাওলানা আখতারুজ্জামান, শামীম পারভেজ, লিপিকা রানী, আমেনা খাতুন প্রমুখ।