নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা শহরের জনগুরুত্বপূর্ণ সরকারি কলেজ রোড নির্মাণের দাবীতে আগামী ০২ জুন শহরের সরকারি কলেজ রোড অবরোধ করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় সরকারি কলেজ রোড সংলগ্ন সকাল কম্পিউটার প্রাঙ্গণে সরকারি কলেজের রোডের বাসিন্দারা এ সভা আহবান করে।
সভায় সভাপতিত্ব করেন সকাল কম্পিউটারের স্বত্ত¡াধিকারি নিত্যানন্দ সরকার। সরকারি কলেজ রোডের বাসিন্দা ও উদীচী, সাতক্ষীরার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান,র সঞ্চারনায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক অ্যাড. আজাদ হোসেন বেলাল, সদস্য সচিব অ্যাড. আবুল কালাম আজাদ ও যুগ্ম সদস্য সচিব আলি নুর খান বাবুল।
বক্তব্য রাখেন ফারুকুজ্জামান ডেভিড, অ্যাড. আব্দুস সামাদ, সজাগ সেক্রেটারি ওলিউল ইসলাম, এম এম বিল্লাহ, মাস্টার শফিকুল ইসলাম, শিক্ষক আজিবর রহমান, শফিকুল ইসলাম ময়না, সাংবাদিক মুনসুর রহমান, রাজু, মো: রুহুল আমিন, রফিকুল ইসলাম প্রমুখ।