জি এম আব্বাস উদ্দিন, বিশেষ প্রতিনিধি : ১৭মে বিকাল ৫ টার সময় ঈদগা বাজারে গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করেন আল ফেরদৌস আলফা। নির্বাচনকে সামনে রেখে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী তার প্রতীক (হেলিকপ্টারে) ভোট দেওয়ার জন্য ঈদগা বাজারে গণ সংযোগ ও শুভেচ্ছা বিনিময়ের সমায় দেখা যায় তার সঙ্গে সাধারণ খেটে খাওয়া গরিব মানুষ অংশগ্রহণ করেন। তাদের কাছে সাক্ষাৎকার নিয়ে জানা যায় প্রার্থীদের মধ্যে জনপ্রিয়তায় শীর্ষে হেলিকপ্টার প্রতীক প্রার্থী।
উপজেলার বিভিন্ন জায়গায় ভোটারদের মধ্যে বাজার ঘাট, মোড়ে মোড়ে, দোকানে, গ্রামের,, মহল্লার মধ্যে মানুষের মুখে আলোচনা শোনা যায় (হেলিকপ্টার) প্রতিক আল-ফেরদাউস আলফা এলাকাবাসী আরো জানায় সে গরিবের বন্ধু তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান হলে এ উপজেলায় উন্নয়ন হবে এবং সাধারণ মানুষ সেবা পাবে এমন একটা মহৎ মানুষকে ভোট দেওয়ার জন্য দেবহাটা বাঁশি আনন্দ উল্লাসে ২১ মে দিনের অপেক্ষায় আছে।
বিভিন্ন জায়গায় সরজমিন যেয়ে ভোটারদের কাছে আরো জানা যায় বহুদিন পরে উপজেলা নির্বাচনে আমরা একটা ভাল প্রার্থী পেয়েছি। আল – ফেরদাউস আলফার সঙ্গে কথা বলে জানা যায় তিনি বলেন জনগণ যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে উপজেলাবাসীর পাশে ছিলাম আছি থাকবো,রাস্তাঘাট,কালভাট,মসজিদ, মাদ্রাসা, উন্নয়ন ও সাধারণ মানুষের সেবা করব। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল সোনার বাংলা গড়ার লক্ষে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমি গণপ্রজাতন্ত্রী সরকারের উন্নয়ন গতিশীল পাড়া লক্ষ্যে সরকারি ও বেসরকারি সাহায্য নিয়ে দেবহাটা উপজেলাকে একটি ডিজিটাল মডেল উপজেলা গড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।