নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে লাঙ্গল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. মশিউর রহমান বাবু’র নির্বাচনী পথসভা বলেন, আমি কথা দিচ্ছি আমার বেড রুমের দরজা আপনাদের জন্য উন্মুক্ত থাকবে।
শুক্রবার (১৭ মে) রাতে সদরের আলিপুর ইউনিয়নের মাহমুদপুর বাজারে অনুষ্ঠিত পথসভায় এ বক্তব্য দেন, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শাখাওয়াতুল করিম পিটুল, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পি, পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর ও জেলা ছাত্র সমাজের সভাপতি কায়ছারুজ্জামান হিমেল, জেলা জাতীয় তরুণ পার্টির আহবায়ক আবু ইয়াসিন সহ অন্যরা।
সভায় উপস্থিত ছিলেন-জেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক কমল বিশ্বাস, বিশিষ্ট ব্যবসায়ী মো. ইসমাইল হোসেন, মো. মিজানুর রহমান রিগ্যান, সাবেক ছাত্র নেতা প্রভাষক মো. শরিফুল ইসলাম, সদর উপজেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক কায়মুজ্জামান পাভেল, জেলা জাতীয় তরুণ পার্টির সদস্য সচিব আব্দুল কাদের প্রমুখ। এসময় জাতীয় পার্টির নেতা কর্মী সহ লাঙ্গল প্রতীকের কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।