নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এস এম শওকত হোসেন কে বিজয়ী করার লক্ষ্যে সদর উপজেলা আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শনিবার বেলা ১১টায় শহরের পোস্ট অফিস মোড় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জেলা আওয়ামী লীগের অফিসে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সদর উজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাজান আলীর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য ও মটর সাইকেল প্রতিকের চেয়ারম্যান পদপ্রার্থী এসএম শওকত হোসেন।
বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসলে, জিএম কামরুল ইসলাম, এড. সামিউল ফেরদৌস, যুগ্ম সম্পাদক গণেশ চন্দ্র মন্ডল, সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, প্রভাষক হাসান মাহমুদ রানা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, জেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি শরিফুল ইসলাম খান বাবু, সাধারণ সম্পাদক বিকাশ সরকার, আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান ময়ূর ডাক্তার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু সানা, ব্রহ্মরাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নীলিপ কুমার মল্লিক, বৈকারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, শিবপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রহিল উদ্দিন সরদার, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, বাঁশদহা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন, বল্লী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুল রহমান, ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান সামছুর রহমান, লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সজল প্রমুখ।
এসময় ১৪টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় আগামী ২৯ মে সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এস এম শওকত হোসেন কে বিপুল ভোটে বিজয়ী করতে আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।