নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের নির্বাচনে লাঙ্গল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. মশিউর রহমান বাবু ভোটারের সঙ্গে নিবার্চনী ক‚শল বিনিময়, ভোট প্রার্থনা করে গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ মে) দিনব্যপী সদর উপজেলার বিভিন্ন এলাকায় লাঙ্গল প্রতীকের প্রার্থী মশিউর রহমান বাবু ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেরিয়েছেন।
বিকালে তিনি গণসংযোগ পরবর্তী ব্রহ্মরাজপুর ইউনিয়নের মাছখোলা বাজারে জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেন। এসময় মশিউর রহমান বাবু বলেন, আমি সাতক্ষীরা’র সন্তান। এই সদর উপজেলার মাটি, পানি, বাতাসের মধ্যে আমি বেড়ে উঠেছি। এই উপজেলাবাসীর সুখ, দুঃখ, আনন্দ, বেদনা আমি বুঝি।
আমি এই সুখ দুঃখ ভাগাভাগি করে নিতে চাই। আমার পিতার মত আমৃত্যু আপনাদের পাশে থাকব ইনশাল্লাহ্ এজন্যই আমি প্রার্থী হয়েছি। আমি আপনাদের দোয়া ভালবাসা ও সমর্থনে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে এই উপজেলাবাসীর সেবক হিসেবে কাজ করবো। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পি, জেলা জাতীয় যুব সংহতির সভাপতি আশিকুর রহমান বাপ্পি, জেলা জাতীয় তরুণ পার্টির আহŸায়ক আবু ইয়াসিন, সদস্য সচিব আব্দুল কাদের, জাতীয় পার্টি নেতা প্রভাষক শরিফুল ইসলাম, সৈয়দ জাকির হোসেন বনি প্রমুখ।