নিজস্ব প্রতিনিধি : এসএসসি ৮৯ ব্যাচের সন্তানরা ২০২৪ সালে এসএসসি পরিক্ষায় অংশগ্রহণ করে সফলতা অর্জন করায় মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এসএসসি ৮৯ এর আয়োজনে শুক্রবার রাত ৮টায় শহরের ইটাগাছায় দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার অফিসে কৃতি শিক্ষাথীদের উক্ত সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এসএসসি ৮৯ ব্যাজের সদস্য সাতক্ষীরা নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালেক গাজীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএসসি ৮৯ এর সদস্য নব জীবন এর পরিচালক, দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক তারেকুজ্জামান খান। সংবর্ধনা অনুষ্ঠানে এসএসসিতে জিপিএ (+৫) প্রাপ্ত শিক্ষার্থী মোছাঃ রাদিয়া রহমান রাফা, মোছাঃ মাহিয়া মুয়েজ, মোছাঃ তাহসিন হক, (এ-) প্রাপ্ত মোঃ জোবায়ের হোসেন কে ক্রেস্ট ও বই, কলম, ডায়েরী, চকলেট উপহার প্রদান করা হয়।
কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএসসি ৮৯ এর সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ আলী সুজন, প্রভাষক আসাদুল্লাহ আল গালীব, এ্যাড. আমিনুজ্জামান চঞ্চল, প্রভাষক আলী রেজা ইকবাল কবির, দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ আমিরুজ্জামান বাবু, সাংবাদিক আজগার আলী, সাংবাদিক রফিকুল ইসলাম শাওন, সাতক্ষীরা পুলিশ লাইনস মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রাফিউল ইসলাম রফি, বাঁকাল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শাহাদাতুল ইসলাম, পারভীন সুলতানা, রশিদ হাসান খান, সাংবাদিক এএফএম মাসুদ হাসান, হাবিবুর রহমান হাবিব, কবিরুল ইসলাম, কামরুল ইসলাম, রফিকুল ইসলাম প্রমুখ।