নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদরের বিভিন্ন স্থানে ঘোড়া প্রতিক নিয়ে নির্বাচনী গণ সংযোগ করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী এ্যাড. শেখ তামিম হোসেন সোহাগ। আসন্ন সদর উপজেলা পরিষদ নির্বাচনে জয় লাভের লক্ষ্যে রবিবার বিকাল ৫টা থেকে রাত পর্যন্ত দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাতক্ষীরা জজ কোর্টের অতিরিক্ত পিপি এ্যাড. শেখ তামিম হোসেন সোহাগ নির্বাচনী গণ সংযোগ ও মতবিনিময় করেন।
এসময় তিনি সদরের লাবসা ইউনিয়নের বিনেরপোতা বিসিক মোড়, মেঘনার মোড়, বিনেরপোতা মাছবাজার, গোপীনাথপুর মোড়, তালতলা ঈদগাহ মোড়, তালতলা স্কুল মোড়, মিল গেট, মেল বাজার সহ বিভিন্ন মোড়ে মোড়ে সাধারণ মানুষের হাতে ঘোড়া প্রতিকের লিফলেট বিতরণ করেন এবং আগামী ২৯ মে সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটারদের দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট প্রার্থনা করেন।
নির্বাচনী গণ সংযোগে উপস্থিত ছিলেন আওয়ামী লগি নেতা জিয়াউল ইসলাম জিয়া, রবিউল ইসলাম, নয়ন, সাগর, লাভলু, এ্যাড. জাফর উল্লাহ, কবির হোসেন, আব্দুর রহিম, রুহুল আমিন, আমিরুল ইসলাম প্রমুখ। নির্বাচনী গণ সংযোগ কালে চেয়ারম্যান প্রার্থী এ্যাড. শেখ তামিম হোসেন সোহাগ বলেন, নেতা নয় সেবক হতে চাই। রাজনীতি মানে প্রতিহিংসা নয়, রাজনীতি মানে সহযোগিতা। আপনারা আমাকে ঘোড়া প্রতিকে এক বার বিজয়ী করুন আমি আগামী পাঁচটি বছর আপনাদের পাশে সেবক হিসেবে পাশে থাকবো।