জি এম আব্বাস উদ্দিন, বিশেষ প্রতিনিধি : ১৯ মে ভিক্ষুক মুক্ত উপজেলা গড়ার লক্ষে সারাদিন উপজেলার বিভিন্ন জায়গায় গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করেন আল ফেরদাউস আলফা। নির্বাচনকে সামনে রেখে উপজেলা চেয়ারম্যান প্রার্থী তার প্রতীক (হেলিকপ্টারে) ভোট দেওয়ার জন্য গণ সংযোগ ও শুভেচ্ছা বিনিময়ের সমায় সাধারণ খেটে খাওয়া গরিব মানুষ অংশগ্রহণ করেন।
তাদের কাছে সাক্ষাৎকার নিয়ে জানা যায় প্রার্থীদের মধ্যে জনপ্রিয়তায় শীর্ষে এবং গরিবের বন্ধ হেলিকপ্টার প্রতিক প্রাথী আলফা। উপজেলার বিভিন্ন জায়গায় ভোটারদের মধ্যে বাজার ঘাট, মোড়ে মোড়ে, দোকানে, গ্রামের মহল্লার মধ্যে মানুষের মুখে আলোচনা শোনা যায় (হেলিকপ্টার) প্রতিক আল-ফেরদাউস আলফার। সাধারন মনুষ জানায় সে গরিবের বন্ধু তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান হলে এ উপজেলায় উন্নয়ন হবে এবং সাধারণ মানুষ সেবা পাবে সে ভিক্ষুক মুক্ত উপজেলা গড়তে পারবে ইনসাআল্লাহ। এমন একটা মহৎ মানুষকে ভোট দেওয়ার জন্য দেবহাটা বাঁশি আনন্দ উল্লাসে আগামি ২১ মে দিনের অপেক্ষায় আছে।
বিভিন্ন জায়গায় সরজমিন যেয়ে ভোটারদের কাছে আরো জানা যায় বহুদিন পরে উপজেলা নির্বাচনে আমরা একটা ভাল প্রার্থী পেয়েছি। আলফার সঙ্গে কথা বলে জানা যায় তিনি বলেন জনগণ যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে উপজেলাবাসীর পাশে ছিলাম, আছি, থাকবো, এবং এ উপজেলাকে ভিক্ষুক মুক্ত করব ইনসাআল্লাহ ও রাস্তাঘাট, কালভাট, মসজিদ, মাদ্রাসা, উন্নয়ন সাধারণ মানুষের সেবা করব। দেবহাটা উপজেলাকে একটি ডিজিটাল মডেল উপজেলা গড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।