নিজস্ব প্রতিনিধি : আসন্ন ২৯ মে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী আলহাজ্ব এস এম শওকত হোসেনের মটর সাইকেল প্রতিকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। আগরদাড়ী ও শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের যৌথ আয়োজনে সোমবার বিকাল ৫ টায় আবাদের হাটে উক্ত নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা গোপাল চন্দ্র ঘোষালের সভাপতিত্বে ও শিবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কাশেমের সঞ্চালনায় নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ।
এসময় বক্তব্য রাখেন, জেলা যুবলীগের আহবায়ক মো. মিজানুর রহমান মিজান, জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান, সদর উপজেলা যুবলীগের সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক প্রভাষক মঈনুল ইসলাম, পৌর যুবলীগের আহবায়ক ইউসুফ সুলতান মিলন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদ হাসান, শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান মানি, আগরদাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাপস কুমার আচার্য, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুস শাহাদাত পলাশ, আগরদাড়ী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শামসুর রহমান, শিবপুর ইউপি সদস্য শফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন শিবপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম, আব্দুস সবুর, আব্দুল খালেক, আরিফুজ্জামান, পৌর ছাত্রলীগ নেতা শেখ সালেহীন শীতল প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, সদর উপজেলা পরিষদের উন্নয়নে মটর সাইকেল প্রতিকের ভোট দেওয়ার কোন বিকল্প নেই। সাকি সাহেব, মুনসুর আহমেদ, এড. ইনতাজ সাহেবদের সংগঠনে এস এম শওকত হোসেন একজন দক্ষ সংগঠক। তিনি তিলে তিলে সদর উপজেলা আওয়ামী লীগের ১৪ টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রতিটি ওয়ার্ডে দলকে সুসংগঠিত করেছে। একজন দক্ষ সংগঠক হিসেবে এস এম শওকত হোসেনের মটর সাইকেল প্রতিকে ভোটের দাবীদার। তাই আমরা যে যেখানে নেতৃত্ব দেয় সেখানেই মটর সাইকেল প্রতিকের ভোট চাইতে হবে। এস এম শওকত হোসেনকে সদর উপজেলঅ পরিষদে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করতে হবে।