নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদরের বিভিন্ন স্থানে ঘোড়া প্রতিক নিয়ে নির্বাচনী গণ সংযোগ ও মতবিনিময় করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী এ্যাড. শেখ তামিম হোসেন সোহাগ। আসন্ন সদর উপজেলা পরিষদ নির্বাচনে জয় লাভের লক্ষ্যে সোমবার বিকাল ৫টা থেকে রাত পর্যন্ত দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাতক্ষীরা জজ কোর্টের অতিরিক্ত পিপি এ্যাড. শেখ তামিম হোসেন সোহাগ নির্বাচনী গণ সংযোগ ও মতবিনিময় করেন।
এসময় তিনি সদরের লাবসা ইউনিয়নের তালতলা উল্টরপাড়া, দক্ষিণপাড়া, মাগুরা ফুলবাড়ি বৌ-বাজার, থানাঘাটা, রাজনগর বাজার সহ বিভিন্ন মোড়ে মোড়ে সাধারণ ভোটাদের হাতে ঘোড়া প্রতিকের লিফলেট বিতরণ করেন এবং আগামী ২৯ মে সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটারদের দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করেন।
গণ সংযোগ ও মতবিনিময়কালে এ্যাড. সোহাগ বলেন আমি নেতা হতে চাই না, সকলের দোয়ায় সেবক হতে চাই। আপনারা ঘোড়া প্রতিককে বিজয়ী করুন আপনারাই হবেন উপজেলা চেয়ারম্যান। আমি উপজেলা পরিষদে বসতে পারলে উন্নয়নের মাধ্যমে আপনাদের ভোটের ঋণ কিছুটা হলেও শোধ করবো ইনশাআল্লাহ। নির্বাচনী গণ সংযোগে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেন, যুবলীগ নেতা তরিকুল ইসলাম, বেল্লাল হোসেন, মাসুদ, মোহন, এ্যাড. জাফর উল্লাহ, কবির হোসেন, আমিরুল ইসলাম প্রমুখ।