নিজস্ব প্রতিনিধি : আগামী ২৯ মে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মো. মশিউর রহমান বাবু’র লাঙ্গল প্রতীকের বিজয়ের লক্ষ্যে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বাঁশদহা ইউনিয়নের ৮নং ওয়ার্ড জাতীয় পার্টির আয়োজনে সোমবার রাতে ভবানীপুর চৌরাস্তা মোড়ে ওই নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ইউপি সদস্য বদরুজ্জামান খোকা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলামের সঞ্চালনায় পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন, সম্মানিত অতিথি’র বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শাখাওয়াতুল করিম পিটুল, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, জেলা জাতীয় তরুণ পার্টির আহবায়ক আবু ইয়াসিন, যুগ্ম আহবায়ক স.ম মুজাহিদ প্রমুখ। এ সময় বক্তারা দলমত নির্বিশেষে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।