নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার বিশিষ্ট ব্যক্তিদেরকে নতুন প্রজন্মের সাথে পরিচয় করিয়ে দেবার লক্ষ্যে জেলার খ্যাতিমান কবি, সাহিত্যিক, শিক্ষাবিদ, শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের জন্মদিন পালন করা হয়েছে।
বাংলাদেশ শিশু একাডেমি সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় ২১ মে মঙ্গলবার জেলা শিশু একাডেমিতে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল কবি সিকান্দার আবু জাফরের লেখা কবিতার উপর আবৃত্তি প্রতিযোগিতা এবং খান বাহাদুর আহসানুল্লাহ ও সাহিত্যিক ওয়াজেদ আলীর জীবনীর ওপর বক্তৃতা প্রতিযোগিতা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ রিয়াজুল ইসলাম।
বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার বিশিষ্ট আবৃত্তিকার ফারুকুজ্জামান ডেভিড, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের প্রধান শফিকুর রহমান এবং সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিকেল অফিসার রাহুল দেব রায়। বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হামিদ এবং সাতক্ষীরা জেলার বিশিষ্ট কবি মুস্তাক আহমেদ শুভ্র।