নিজস্ব প্রতিনিধি : ২২ মে বুধবার সকাল ১০ টায় সাতক্ষীরা ম্যানগ্রোভ সভাঘরে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে আস্থা প্রকল্পের আওতায় জেলা নাগরিক প্লাটফর্ম এর অভিজ্ঞতা বিনিময় বিষয়ক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন জেলা নাগরিক প্লাটফর্মের আহবায়ক এ্যাড. শাহনেওয়াজ পারভীন মিলি। সভায় নাগরিক প্লাটফর্মের সদস্যদের মধ্যে অগ্রগতি নির্বাহী পরিচালক আঃ সবুর বিশ্বাস, স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, প্রথম আলো সাংবাদিক কল্যান ব্যানার্জী, নাগরিক প্লাটফর্মের যুগ্ম আহবায়ক, উদীচী, সাতক্ষীরার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, এ্যাড. নাজমুন্নাহার ঝুমু, এটিএন বাংলার জেলা প্রতিনিধি এম কামরুজ্জামান, কালের চিত্রের নাজমুল আলম মুন্না, দৈনিক আমাদের সময় ও মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, ইমাম সমিতির হাফেজ আঃ সাত্তার, উদীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জয়ন্তী রানী দাসসহ অনেকে আলোচনায় গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন। এছাড়া জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মুশফিকুর রহমান মিলটন, কন্ঠশিল্পী চৈতালি মুখার্জি, ফারজানা রুবি মুক্তি, হিন্দু বৌদ্ধ খৃষ্টান সমিতির সভাপতি স্বপন শীল, সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু, মফিজুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।