বুধবার , ২২ মে ২০২৪ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

মটর সাইকেল প্রতিকে বৈকারী ও ঘোনায় চেয়ারম্যান প্রার্থী শওকত হোসেনের নির্বাচনী জনসভা

প্রতিবেদক
satkhirar sakal
মে ২২, ২০২৪ ১২:০১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : আসন্ন ২৯ মে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী আলহাজ্ব এস এম শওকত হোসেনের মটর সাইকেল প্রতিকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৈকারী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ২১ মে মঙ্গলবার সন্ধা সাড়ে ৭টায় বৈকারী উক্ত নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

বৈকারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহাশিনুল কবির পিন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমান আতার সঞ্চালনায় নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, জেলা আ.লীগের অন্যতম সদস্য ও উপজেলা পরিষদ নির্বাচনে মটর সাইকেল প্রতিকে চেয়ারম্যান পদপ্রার্থী এস এম শওকত হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শাহাজান আল, জেলা যুবলীগের আহবায়ক মো. মিজানুর রহমান মিজান, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মঈনুল ইসলাম।

নির্বাচনী জন সভায় উপস্থিত ছিলেন পৌর যুবলীগের আহবায়ক ইউসুফ সুলতান মিলন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদ হাসান, পৌর ছাত্রলীগ নেতা শেখ সালেহীন শীতল প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, জাতীয় সংসদ নির্বাচনে দলের বৃহৎ স্বার্থে জাতীয় পার্টিকে যে ছাড়া দেওয়া হয়েছে। সদর উপজেলা পরিষদ নির্বাচনে সেই ছাড় দেওয়া হবেনা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশে সর্বক্ষেত্রে উন্নয়ন হচ্ছে। সদর উপজেলাবাসীর উন্নয়নে আওয়ামী লীগের বিকল্প কেই নেই। তিনি আরো বলেন আমি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম।

পরে আসাদুজ্জামান বাবু দুই দুই বার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছে। আমরা সদর উপজেলায় উন্নয়ন করতে সক্ষম হয়েছি। আগামীতে এসএম শওকত হোসেনের হাত দিয়েই সদরে উন্নয়ন হবে। তাই আওয়ামী লীগের নেতৃত্বে উন্নয়নের ধারা অব্যহত রাখতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সকল সংগঠনের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে ২৯ মে সদর উপজেলা পরিষদ নির্বাচনে মটর সাইকেল প্রতিকে ভোট দিয়ে বিপুল ভোটের মাধ্যমে এসএম শওকত হোসেন কে চেয়ারম্যান নির্বাচিত করতে হবে।

এদিকে, সদর উপজেলা নির্বাচন উপলক্ষে বিকাল ৫টায় ঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে চেয়ারম্যান পদপ্রার্থী এসএম শওকত হোসেনর মটর সাইকেল প্রতিক বিজয়ের লক্ষে ঘোনা বাজারে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। ঘোনা ইউনিয়ন আ.লীগের সভাপতি রহিল উদ্দীন সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দীকির সঞ্চালনায় নির্বাচনী জন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লিগের যুগ্ম সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

বিআরটিএ’র হুঁশিয়ারি মোটরযানে হুটার ও হাইড্রোলিক হর্ণ ব্যবহার করলেই ব্যবস্থা

বুধহাটায় নেটপাটা বাঁধ অপসারণ ও খাস খাল অবমুক্ত করে ফসল রক্ষার দাবী এলাকাবাসীর

ডিএইচকে যুব সংঘের তিনদিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন

আকবর আলী ফাউন্ডেশন ও সার্বিক গ্রাম উন্নয়নের উদ্যোগে কম্বল বিতরণ

দেবহাটার সখিপুর আহছানিয়া মিশনের পরামর্শ সভা

আশাশুনির হাজিপুরে উপজেলা চেয়ারম্যান মোস্তাকিমের নির্বাচনী মতবিনিময়

পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে আসাদুজ্জামান বাবু’র মতবিনিময় সভা

প্রবাসে গৃহকর্ত্রীর নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরেছেন আশাশুনির স্বপ্না

কালিগঞ্জের নৌ বন্দরে বনভোজন

গাবুরায় চরের গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন