বিশেষ প্রতিনিধি : ‘জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪’ এ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন শিক্ষক সুপদ কুমার বিশ্বাস। তিনি শ্যামনগর উপজেলার নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (জীববিজ্ঞান) হিসেবে কর্মরত আছেন।
শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক সুপদ কুমার বিশ্বাস ১৯৮১ সালে শ্যামনগরের পাতাখালি গ্রামে জন্মলাভ করেন। তাঁর পিতা- মতিলাল বিশ্বাস এবং মাতা-সবিতা রানী বিশ্বাস। তিনি ঐতিহ্যবাহী বিএল কলেজ খুলনা থেকে ২০০২ সালে বিএসসি সম্মান-প্রাণিবিদ্যা (১ম শ্রেণি), ২০০৩ সালে একই কলেজ থেকে এমএসসি-কীটতত্ত¡ (১ম শ্রেণি) এবং ২০০৭ সালে সারোয়ার খান টিচার্স ট্রেনিং কলেজ,খুলনা থেকে বিএড (১ম শ্রেণি) অর্জন করেন। সুপদ বিশ্বাস একজন কবি ও লেখক।
তাঁর এখন পর্যন্ত ১৫টি একক কাব্যগ্রন্থ ও ৫০টির উর্ধ্বে যৌথ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। তিনি ‘সূচনা’, ‘সুপ্রীতি’, ‘অনুরণন’ ও ‘অনুসন্ধিৎসা’ সাহিত্য পত্রিকার সম্পাদক।শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হওয়ায় তিনি অত্র বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব ড. মুহাম্মদ আব্দুল মান্নান, শ্রদ্ধেয় শিক্ষক-কর্মচারী সহ শুভাকাঙ্ক্ষী সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন। জনাব সুপদ বিশ্বাস শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হওয়ায় তটিনী সাহিত্য সংসদ, শ্যামনগর এর পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানানো হয়েছে।