ফজলুল হক, কালিগঞ্জ : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের উকশা আনসার ভিডিপি ক্লাব সংলগ্ন উকশা বিলে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ভাবে আনন্দঘন পরিবেশে বিভিন্ন এলাকা থেকে লক্ষাধিক আনন্দ প্রিয় মানুষের উপস্থিতিতে বিশাল ঘোড়দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫মে) বেলা ৩ ঘটিকায় কালিগঞ্জ উপজেলার উকশা দাড়িয়ানা উকশা বিলে আনসার ভিডিপি গ্রাম উন্নয়ন বহুমুখী সমবায় সমিতি লিমিটেড কর্তৃক আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা ময়মনসিংহ, গোপালগঞ্জ খুলনা, টাঙ্গাইল, যশোর, নড়াইল, নওগা, সাতক্ষীরা, মনিরামপুর, কেশবপুর, কয়রা, দাকোপ , ঈশ্বরদী, কালিগঞ্জ শ্যামনগরসহ বিভিন্ন এলাকার ৫৬টি ঘোড়া অংশ নেয়।
এর মধ্য থেকে প্রথম স্থান অধিকার করে খুলনার টাইগার, দ্বিতীয় স্থান অধিকার করে লোহাগড়ার বিদ্যুৎ ও তৃতীয় স্থান অধিকার করে যশোরের লালচাঁন। চতুর্থ স্থান অধিকার করেছে যশোরের ডায়মন্ড ,ও পঞ্চম স্থান অধিকার করেছে যশোরের টাইগার। অনুষ্ঠিত ঘোড়া দৌড় প্রতিযোগিতা উকশা আনসার ভিডিপি ক্লাবের সভাপতি শেখ ইয়াদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-(৪) আসনের সংসদ সদস্য ও বন পরিবেশ জলবায়ু পরিবর্তন সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এস এম আতাউল হক (দোলন) আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কালিগঞ্জ (সার্কেল) মোঃ আমিনুর রহমান,উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপংকর দাশ (দিপু) উপজেলা যুবলীগের আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, মোঃ শাহিন অফিসার ইনচার্জ কালিগঞ্জ, আবুল কালাম আজাদ অফিসার ইনচার্জ শ্যামনগর, শ্যামনগর উপজেলার রমজান নগর ইউপি চেয়ারম্যান আলী মামুন কালিগঞ্জ মথুরেশপুর ইউপি চেয়ারম্যান সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হাকিম প্রমুখ সহ জেলা উপজেলা সহ স্থানীয় প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়া বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও বিভিন্ন এলাকা থেকে চোখে পড়ার মতো হাজার হাজার মানুষের ঢল নামে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠানে।
উক্ত ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠানে সার্বিক তত্ত¡াবধানে ছিলেন উক্ত কমিটির আহবায়ক শেখ ফিরোজ আলম, সমগ্র অনুষ্ঠানে ধারাভাষ্য ছিলেন বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান অনুষ্ঠিত বাংলার আবহমান ঐতিহ্যবাহি ঘোড়াদৌড় প্রতিযোগিতা শেষে দাড়িয়ানা আনসার ভিডিপি ক্লাবের সভাপতি মোঃ ইয়াদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সাতক্ষীরা -(০৪) আসনের সংসদ সদস্য এস এম আতাউল হক (দোলন) বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ।