ধুলিহর প্রতিনিধি: সদর উপজেলার ব্রহ্মরাজপুরে ৫লক্ষ টাকা চাঁদার দাবিতে কালের ডাঙা গ্রামের সাবেক ইউপি সদস্য অজিয়ার রহমান ও তার পুত্র আমিনুল ইসলাম শাওনকে প্রকাশ্যে জি আই পাইপ ও চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করা মুর্মুর্ষ অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে। তৎক্ষণাৎ সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ২৩মে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় ব্রহ্মরাজপুর কাল ভৈরব মন্দিরের সামনে।
এব্যাপারে সাতক্ষীরা সদর থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে। থানায় দায়েরকৃত লিখিত এজাহার সূত্রে জানা গেছে, ব্রহ্মরাজপুর কালের ডাঙ্গা গ্রামের সাবেক মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অজিয়ার রহমানের নিকট দীর্ঘদিন ধরে একই গ্রামের মৃত হবিবর রহমানের পুত্র রবিউল ইসলাম (৪২) ও সালাউদ্দীন হোসেন লাল্টু (২৫) ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিল। তাদের দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় বিভিন্ন রকম হুমকি প্রদর্শন করতে থাকে। এরই জের ধরে ওই দিন সাড়ে ১১টার সময় অজিয়ার রহমান তার ফার্মের মুরগী বিক্রি করা ৪লক্ষ ৮৫হাজার টাকা নিয়ে আসার সময় পুর্ব পরিকল্পনা অনুযায়ী শ্মশান ঘাটের সামনে রাস্তার উপর রবিউল ইসলাম ও সালাউদ্দিন হোসেন লাল্টু চাইনিজ কুড়ার ও লোহার রড নিয়ে ওৎ পেতে থাকে।
অজিয়ার রহমান ঘটনা স্থলে আসা মাত্র তার গতিরোধ করে হত্যার উদ্দেশ্য কুপিয়ে ও পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে এবং তার কাছে থাকা সমুদয় টাকা ছিনিয়ে নেয়। এসময় অজিয়ার রহমানের পুত্র আমিনুল ইসলাম শাওন তার পিতাকে উদ্ধার করতে গেলে তাকেও কুপিয়ে মারাত্মক জখম করে। তখন স্থানীয় লোকজন তাদেরকে মুর্মুর্ষ অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। এব্যাপারে সাতক্ষীরা সদর থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে বলে এ প্রতিনিধিকে নিশ্চিত করেছেন ভিকটিম অজিয়ার রহমানের ছোট ছেলে কবিরুল ইসলাম।