নিজস্ব প্রতিনিধি : বৃষ্টি কে উপেক্ষা করে নির্বাচনের প্রচার প্রচারনার শেষ দিনে শহরের বিভিন্ন স্থানে ঘোড়া প্রতিক নিয়ে নির্বাচনী গণ সংযোগ করেছেন সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাতক্ষীরা জজ কোর্টের অতিরিক্ত পিপি এ্যাড. শেখ তামিম হোসেন সোহাগ।
২৬ মে সোমবার বিকাল ৫টা থেকে চেয়ারম্যান পদপ্রার্থী এ্যাড. শেখ তামিম হোসেন সোহাগ দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে সাতক্ষীরার শহরের সুলতানপুর সহ বিভিন্ন স্থানে নির্বাচনী গণ সংযোগ করেন তিনি। এসময় তিনি ঘোড়া প্রতিকের লিফলেট বিতরণ করেন এবং সকলের দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করেন।
নির্বাচনী গণ সংযোগে উপস্থিত ছিলেন এ্যাড. জাফর উল্লাহ, পৌর মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আবু তাহের রাজু, আইনজীবী সহকারী কবির হোসেন, পৌর ৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রনি ইসলাম প্রমুখ।