জি এম আব্বাস উদ্দিন বিশেষ প্রতিনিধি : ২৬ মে বিকল ৪ টা হতে সারা রাত্র ব্যাপি ঘুনিঝড় রিমাল এর বিপদ থেকে উপজেলা বাসিকে সকাল থেকে সচেতনার জন্য পাসে ছিলেন অসহায় গরিবের বন্ধ আলহাজ আল ফেরদাউস আলফ।
এলাকা বাসির মুখে যানা জায় তিনি বিভিন্ন জায়গায় নবর্নিবাচিত উপজেলা চেয়ারম্যান আলফা তার নিজের জীব গাড়ি নিয়ে রেন কোড পরে তার পুএ কে সঙ্গে নিয়ে ২৬ মে বিকাল ৪টা হতে সারা রাএ ও ২৭মে দিন ব্যাপি বিভিন্ন স্থানে হাইস্কুল, প্রাইমরী, মাদ্রাসা, সাইক্লোন সেন্টারে গরিব দুখি অসহায় মানুষের কাছে যেয়ে তাদের খোয খবর নিয়েছেন। বিপদ গামি মানুষদের মুখে মৃখে শোনা যায় নবর্নিবাচিত উপজেলা চেয়াম্যান আল ফেরদাউস আলফা এই মহাবিপদের সমায় তার নিজের জানকে ঝুকি রেখে উপজেলা বাসির এই মহা বিপদে পাশে দাড়িছে এই মহাৎ মনের মানুষ টার জন্য আমরা মহান রাব্বুল আলামিনের কাছে তার মঙ্গলের জন্য দোওয়া করি।
উপজেলা চেয়ারম্যান আল ফেদাউস আলফার বলেন উপজেলা বাঁশি আমাকে ভালোবেসে ভোট দিয়ে নির্বাচিত করেছেন আমি ওয়াদা দিয়েছিলাম বিপদ-আপদে সর্বসময় তাদের পাশে থাকব তাই আমি মহা বিপদের সময় তাদেরেকে আমি এবং আমার পুত্র যেয়ে খোঁজখবর নিয়েছি। আমি সরকারি বেসরকারি অর্থ দিয়ে ক্ষতিগ্রস্তদেরকে সাহায্য করে পাশে থাকব ইনশাল্লাহ আমি চাই আমার উপজেলা বাসি সুখে এবং শান্তিতে বসবাস করুক।বিপদ আপাদের পাশে আছি এবং থাকব ইনশাআল্লাহ।
গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপজেলাবাসীর জন্য যদি রিমাল ঘূর্ণিঝড়ের কোন বরাদ্দ দেয় তা আমি যথাযথা ক্ষতিগ্রস্তদের মাঝে বণ্টন করে দেব ও সরকারের হাতকে আরো শক্তিশালী করব ইনশাআল্লাহ। এবং দেবহাটা উপজেলাকে একটি মডেল ডিজিটাল উপজেলা তৈরি করব।