দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় অভিযান চালিয়ে একাধিক জিআর ও সিআর মামলায় আটটি পরোয়ানাভুক্ত আসামী আনোয়ারুল ইসলাম (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আনোয়ারুল ইসলাম দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের হাদীপুর গ্রামের আখের আলীর ছেলে।
পুলিশ জানায়, আদালতের জারিকৃত আটটি পরোয়ানা মাথায় নিয়ে দীর্ঘদিন পালিয়ে ছিলেন আনোয়ারুল ইসলাম। মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার ওসি সেখ মাহমুদ হোসেনের নের্তৃত্বে সেকেন্ড অফিসার মো. সেলিম রেজা সহ পুলিশের একটি চৌকস টিম অভিযান চালিয়ে পলাতক আনোয়ারুল ইসলামকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দেবহাটা থানার ওসি সেখ মাহমুদ হোসেন বলেন, বিচারার্থে গ্রেপ্তারকৃত আনোয়ারুল ইসলামকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে।