নিজস্ব প্রতিনিধি : আসন্ন সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতিকে বিজয়ের লক্ষে বল্লী চেয়ারম্যান পদপ্রার্থী সাতক্ষীরা জজ কোর্টের অতিরিক্ত পিপি এ্যাড. শেখ তামিম হোসেন সোহাগের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বল্লী ইউনিয়নবাসীর আয়োজনে রবিবার বিকাল ৫টায় বল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলামের সভাপতিত্বে ও পৌর মৎস্যজীবীলীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতিকে চেয়ারম্যান পদপ্রার্থী সাতক্ষীরা জজ কোর্টের অতিরিক্ত পিপি এ্যাড. শেখ তামিম হোসেন সোহাগ। এছাড়া বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আবু তাহের রাজু, আইনজীবী সহকারী কবির হোসেন, পৌর ৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রনি ইসলাম, ইকবাল হোসেন, পারভেজপ্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন এ্যাড. জাফর উল্লাহ, শরিফ হাসান আমিরুল ইসলাম প্রমুখ। প্রধানঅতিথির বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী এ্যাড. শেখ তামিম হোসেন সোহাগ বলেন, আমি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারলে আমার বেতন-ভাতার টাকা দরিদ্র পরিবারের মেধাবী ছাত্র-ছাত্রীদের লেখা পড়ায় খরচ করবো। আমি একজন আইনজীবী আমার আইয়ের উৎস রয়েছে। আমি আপনাদের সেবা করার উদ্দেশ্যেই নির্বাচনে অংশ গ্রহণ করেছি। সমাজে দরিদ্র মানুষের কল্যাণে আমার অনেক পরিকল্পনা রয়েছে।
আমি নির্বাচিত হতে পারলে হতদরিদ্র মানুষের চিকিৎসা দিতে প্রতিমাসে একজন করে বিশেষজ্ঞ ডাক্তার প্রতিটি ইউনিয়নে আনার ব্যবস্থা করবো। জরুরী সেবা দিতে প্রতিটি ইউনিয়নে এ্যাম্বুলেন্স দেওয়ার ব্যবস্থা করবো। তাই এক বারের জন্য হলেও ঘোড়া প্রতিকে ভোট দিয়ে সদও উপজেলা বাসীদেও সেবার করার সুযোগ দিন। আমি আপনাদের ভোটের মর্যাদা রক্ষা করবো। নির্বাচনী জনসভা শেষে বল্লী বাজারে ঘোড়া প্রতিকের নির্বাচনী অফিস উদ্বোধন করেন চেয়ারম্যান প্রার্থী এ্যাড. সোহাগ।
এদিকে, ঘোড়া প্রতিক বিজয়ের লক্ষে চেয়ারম্যান পদপ্রার্থী এ্যাড. শেখ তামিম হোসেন সোহাগ বেলা ১২ থেকে দুপুর দুইটা পর্যন্ত পৌরসভার লস্কারপাড়া, ঝুটিতলা, বাসটার্মিনালসহ বিভিন্ন স্থানে বাড়িতে বাড়িতে লিফলেট বিতরণের মাধ্যমে গণ সংযোগ করেন। এসময় উপস্থিত ছিলেন এ্যাড. শিমুল ইসলাম, কবির হোসেন, কাজল, তোতা, সাইদ প্রমুখ।