বাবলা আহমেদ, বিশেষ প্রতিনিধি : সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের উকসা দাড়িয়ালা গ্রামের মৃত অবনী সরকারের পুত্র পঞ্চানন সরকার (৫৫) নামে এক ব্যক্তি নিজ বাড়িতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছেন।
স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার (৩০ মে -২৪) আনুমানিক সকাল ৯ টার দিকে নিজ বাড়িতে পঞ্চানন বিশ্বাস বিদ্যুৎ লাইনের বৈদ্যুতিক তার সংযোগ দেওয়ার সময় হঠাৎ বিদ্যুৎ সংযোগ চালু হলে বিদ্যুৎকৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন। এই অপমৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।