দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফারুক মিস্ত্রি (৫০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে জখমের ঘটনা ঘটেছে। আহত ফারুক মিস্ত্রি দেবহাটা উপজেলার চালতেতলা গ্রামের মৃত সোবহান মিস্ত্রির ছেলে। সোমবার দুপুর ২টার দিকে এ মারপিটের ঘটনাটি ঘটে। আহতের পরিবার জানায়, দীর্ঘদিন ধরে ফারুক মিস্ত্রি তার বাড়ির স্যাটেলাইট ক্যাবল কানেকশনটি প্রতিবেশি প্রভাবশালি আমীর আলী গাজীর ছেলে জলিল গাজির বসতবাড়ির উপর দিয়ে ব্যবহার করছিলেন।
ঘুর্ণিঝড় রেমালের তান্ডব চলাকালে সোমবার জলিল গাজি সুযোগ বুঝে ফারুক মিস্তির বাড়ির ওই স্যাটেলাইট ক্যাবল কানেকশনের তার কেটে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। ঘটনাটি বুঝতে পেরে ফারুক মিস্ত্রি প্রতিবাদ করলে সোমবার দুপুরে জলিল গাজি ও তার ছেলে রাসেল বাবু ফারুক মিস্ত্রিকে বেধড়ক মারপিট করেন। প্রাকৃতিক দুর্যোগের কারনে প্রতিক‚ল আবহাওয়া থাকায় কোন উপায়ন্তু না পেয়ে ভিকটিম ফারুক মিস্ত্রি বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানিয়ে সুষ্ঠ বিচারের দাবি জানায়।
এতে ক্ষিপ্ত হয়ে পরদিন মঙ্গলবার সন্ধ্যায় চালতেতলা-বদরতলা ব্রীজের উপরে অবস্থানকালে ফারুক মিস্ত্রিকে আবারও একা পেয়ে অতর্কিত হামলা চালায় জলিল মিস্ত্রি, তার দুই ভাই খোকন ও নূর ইসলাম এবং নূর ইসলামের ছেলে আবীর হোসেন ও জলিল গাজির ছেলে রাসেল বাবু। এসময় তারা দ্বিতীয় দফায় ফারুক মিস্ত্রিকে পিটিয়ে জখম করেন।
পরে স্থানীয়রা তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এঘটনায় ভিকটিম পরিবারের পক্ষ থেকে বাদী হয়ে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। দেবহাটা থানার ওসি সেখ মাহমুদ হোসেন এ প্রসঙ্গে বলেন, মারপিটের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত পরবর্তী দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।