নিজস্ব প্রতিনিধি : দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার অফিসে এসে কর্মরত সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন সাতক্ষীরায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য লায়লা পারভীন সেঁজুতি। বুধবার রাত সাড়ে ৯টার দিকে শহরের ইটাগাছায় সাতক্ষীরার সকাল পত্রিকা অফিসে আসেন এবং নির্বাহী সম্পাদক ও সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন।
এবং দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক তারেকুজ্জান খান এর সাথে মুঠো ফোনে সাক্ষাত করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি। দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় তিনি পত্রিকার অফিসের মনোরম পরিবেশ দেখে অবিভুত হন। সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় কালে তিনি দৈনিক সাতক্ষীরার সকাল সাতক্ষীরার উন্নয়নে ও জন কল্যাণে ভ‚মিকা রাখার আহবান জানান। সাতক্ষীরার সকাল পত্রিকার বস্তু-নিষ্ঠ সংবাদ পরিবেশনে পত্রিকাটির প্রশংসা করেন। এবং পত্রিকাটির সফলতা কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরার সকাল পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ আমিরুজ্জামান বাবু, সহ বার্তা সম্পাদক আলতাফ হোসেন বাবু, সাহিত্য সম্পাদক শেখ সিদ্দিকুর রহমান, গ্রাফিক্স ডিজাইনার আবু সাঈদ।