নিজস্ব প্রতিনিধি : স্টাটিকস এর পক্ষ থেকে সদর উপজেলা পনিষদ নির্বাচনে নব নির্বাচিত চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ৩০ মে বৃহস্পতিবার রাত ৯ টায় শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে নব নির্বাচিত সদর উপজেলা চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে স্টাটিকস শিক্ষা সহায়ক সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।
অধ্যাপক মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে এ সংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব নির্বাচিত সদর উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর ইসলাম। সংবর্ধনা অনুষ্ঠানটি লাবসা ইমাদুল হক মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মিজানুর রহমান এর সৌজন্যে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন স্টাটিকস এর সহ সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, কামরুজ্জামান রাসেল, ফারহা দীবা খান সাথী, অধ্যাপক নুর মোহাম্মদ পাড়।
স্টাটিকস এর যুগ্ম সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন অ্যাড. মোস্তফা আসাদুজ্জামান দিলু, আব্দুর রব ওয়ার্ছী, অ্যাড. সৈয়দ রেজওয়ান আলি, সাকিবুর রহমান বাবলা, ডা. অপূর্ব মজুমদার, শেখ আব্দুর রশিদ সালাউদ্দীন আহমেদ প্রমুখ। উল্লেখ্য স্টাটিকস শিক্ষা সহায়ক সংস্থার সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবু, ও নির্বাহী সদস্য কহিনুর ইসলাম। দুজনই উপজেলা পরিষদে নির্বাচিত।