বাবলা আহমেদ, বিশেষ প্রতিনিধি : কালিগঞ্জে রিনিয়েবল উইক উদযাপন উপলক্ষে তরুণ জলবায়ু কর্মীদের সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে টেকসই প্রকল্প নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ, জীবাশ্ম জ্বালানির ক্ষতিকর প্রভাব ও নবায়নযোগ্য শক্তির প্রয়োজনীয়তা সম্পর্কে জনকল্যাণ সংস্থার আয়োজনে ও চেঞ্জ ইনিশিয়েটিভের সহযোগিতায় “প্রকৃতিবান্ধব টেকসই অগ্রগতি নবায়নযোগ্য জ্বালানির মূলনীতি” দাবিতে কালিগঞ্জে সাইকেল র্যালিতে অংশ নেয় জনকল্যান সংস্থার তরুণ জলবায়ু কর্মীরা।
বৃহস্পতিবার (৩১ মে-২৪) সকাল ১০ টায় জলবায়ু সুরক্ষা ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ, নবায়নযোগ্য শক্তির স¤প্রসারণ ও টেকসই কৃষিতে বিনিয়োগ বাড়ানোর আহŸান জানায় তরুণ জলবায়ু আন্দোলনকারীরা।
সবুজ ও জলবায়ু সহনশীল উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য শক্তির ব্যবহার আর এই নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়াতে উপজেলার ফুলতলা মোড় থেকে শুরু হয়ে কালিগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার, কালিগঞ্জ প্রেসক্লাব, কালিগঞ্জ থানা অতিক্রম করে কালিগঞ্জ উপজেলা পরিষদ পরিভ্রমণ করে কালিগঞ্জ প্রেসক্লাবে এসে র্যালিটি শেষ হয়।