বিলাল হোসেন শ্যামনগর ব্যুরো : সাতক্ষীরা রেঞ্জ বনবিভাগের অভিযানে বাঘের নখ সহ পাচারকারীকে আটক করছে বনবিভাগ। আটক হওয়া মোঃ শরীফ হোসেন (ডাক্তার) (৪৫) ঈশ্বরীপুর ইউনিয়নের ধমঘট গ্রামের মোকাদ্দেস মোল্যার ছেলে। বুড়িগোয়ালিনীর ষ্টেশন কর্মকর্তা এবি এম হাবিবুল ইসলাম জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি বেলা ৩ টায় নীলডুুমুর বাজারে এক ফার্মেসীতে বাঘের নখ বেছাকেনা হবে।
সে সংবাদের ভিত্তিতে পাচারকারী ডাক্তার শরীফরের নিজের ফার্মেসীর দোকান থেকে ২ টা বাঘের নখ সহ হাতেনাতে তাকে আটক করি। স্থানীয়ওরা জানান, শরীফ ডাক্তার দীর্ঘ দিন ধরে নীলডুমুর বাজারের ফার্মেসী দোকানের আড়ালে বনবিভাগের সদস্যদের সাথে সুসম্পর্ক তৈরি করে। বিভিন্ন বন অপরাধমূলক কাজ করে আসছে। সে সুন্দরবনের অভায়রণ্য এলাকায় নিজের নামে নৌকা পাঠিয়ে বনবিভাগের হাতে একাধিকবার আটক হয়েছে।
ডাক্তার শরীফের বিরুদ্ধে একাধিক বন আইনের মামলাও রয়েছে। সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা এ কে এম ইকবস হোসাইন চৌধুরী বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে বনবিভাগের একটি অভিযানিক দল নীলডুমুর বাজারে পাচারকারীর নিজের ওষুধের ফার্মেসী থেকে হাতেনাতে ২টা বাঘের নখ সহ তাকে আটক করে। বন আইনি মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হবে। এর আগে পাচারিকারী শরীফ ডাক্তারের নামে বন আইনি ২ টা মামলা রয়েছে।