বুধহাটা প্রতিনিধি : আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ মে) সন্ধ্যা ৬.৩০ টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নওয়াপাড়া গ্রামের হযরত আলীর একমাত্র পুত্র মাহফুজ (১৮ মাস) ঘটনার সময় বাড়ির উঠানে খেলছিল। তার মাও পাশে হাঁস মুরগি দেখছিল।
সবার চোখের আড়ালে শিশুটি খেলতে খেলতে পাশের পুকুরে নেমে গেলে পানিতে ডুবে যায়। বাড়ির লোকজন অনেক খোজাখুজির পর পুকুরে খুজতে গেলে তার মৃতদেহ ভেসে উঠতে দেখে তাকে উদ্ধার করে দ্রæত সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হলে সে মারা গেছে নিশ্চিত হয়। পরদিন শুক্রবার (৩১ মে) সকাল ৮.৩০ টায় নামাজে জানাযা শেষে শিশুটির মরদেহ কবরস্থ করা হয়।