দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় ২০ একরের নিচে আয়তন বিশিষ্ট ৩টি খালের খাস আদায় ইজারা প্রদান করা হয়েছে। রোববার (২ জুন) বেলা ১১টায় দেবহাটা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) দীপা রানী সরকারের কার্যালয়ে উপজেলা জলমহাল ও খাস ব্যবস্থাপনা কমিটির সভায় সদর ইউনিয়নের রতেœশ্বরপুর খাল, কুলিয়া ইউনিয়নের ডোবার খাল ও আড়কণ্যার খালের বিপরীতে আবেদনকারিদের দাখিলকৃত আবেদনপত্র সমূহ যাচাই-বাছাই শেষে সরকারি নীতিমালা মোতাবেক খালের নিকটবর্তী ও প্রকৃত মৎস্যজীবি সমিতির অনুকূলে খাস আদায় ইজারা প্রদান করা হয়।
এসময় কুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আছাদুল হক, পারুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, জেলা মৎস্যজীবি লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তৌহিদ হাসান, সাংগঠনিক রবিউল ইসলাম সহ উপজেলার পাঁচটি ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তাবৃন্দ এবং জলমহাল ও খাস ব্যবস্থাপনা কমিটির নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া কুলিয়া, পারুলিয়া ও নওয়াপাড়া ইউনিয়নে অবশিষ্ট ৩টি খালের পুনঃ আবেদনের প্রেক্ষিতে খাস আদায় ইজারা কার্যক্রম পরবর্তীতে সম্পন্ন হবে বলে জানিয়েছেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) দীপা রানী সরকার।