সুরাইয়া আফরোজ সুমি, কালিগঞ্জ ব্যুরো : সাতক্ষীরার কালিগঞ্জে রোববার (২জুন) বেলা ৩.৩০ টায় কালিগঞ্জ মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ক্যাম্পাসে পূর্বে বাছাইকৃত ২শ’ ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ প্রদান করেছে বাংলালিংক। বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন কালিগঞ্জ অঞ্চলের পরিবেশক শেখ গিয়াস উদ্দীনের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলালিংক এর জোনাল ম্যানেজার বাশারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জোনাল ম্যানেজার আক্তারুজ্জামান।
বাংলালিংক কালিগঞ্জ শাখার ম্যানেজার সাব্বির হোসেনের ব্যবস্থাপনায় এসময় উপস্থিত ছিলেন সুপারভাইজার মোজাহিদুল ইসলাম ছোট্টু, আজমীর হোসেন, সেলস ম্যানেজার আসাদুজ্জামান, মোস্তফা মাহমুদ, আক্তার ইসলাম, মোহন হোসেন, সবুজ গাজী, মেহেদী হোসেন, রাহাত হোসেন, ওলিউর রহমান, সৌরভ ঘোশ, সুজন ঘোষ, ইসরাফিল হোসেন প্রমুখ।’ এই দুর্যোগে বাংলালিংক আছে আপনার পাশে’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিটি পরিবারকে ত্রাণসহায়তা হিসেবে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, অর্ধলিটার সয়াবিন তেল, ১প্যাকেট টোস্ট, ৬পিস খাবার স্যালাইন ও ১টি লাইফবয় সাবান প্রদান করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।