সোমবার , ৩ জুন ২০২৪ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

কুলিয়ায় পৈত্রিক সম্পত্তিতে ঘরবাড়ি তৈরীতে বাঁধা: থানায় অভিযোগ

প্রতিবেদক
satkhirar sakal
জুন ৩, ২০২৪ ১১:৫৩ অপরাহ্ণ

দেবহাটা ব্যুরো : দেবহাটা উপজেলার কুলিয়ায় পৈত্রিক সম্পত্তিতে ঘরবাড়ি তৈরিতে বাঁধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত ২৮মে মঙ্গলবার সকাল ৮টায় হিজলডাঙ্গা গ্রামে ঘটনাটি ঘটেছে। এবিষয়ে মৃত কেনারাম ঢালীর ছোট ছেলে প্রবীর কুমার ঢালী (৪৫) বাদী হয়ে তার বড় ভাই মৃতুঞ্জয় কুমার ঢালীসহ ৬জনের নামে দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মৃত কেনারাম ঢালীর ৩ছেলের মধ্যে মেজ ছেলে সঞ্জয় ঢালী প্রায় ২০বছর ভারতের উত্তর ২৪পরগনা জেলার বাদুড়িয়া থানার আড়বেলিয়া গ্রামে বসবাস করে। সেই সুবাধে তার সম্পত্তির অর্ধেক তার ছোট ভাইয়ের দখলে আর বাকী অর্ধেক বড় ভাইয়ের দখলে আছে। মৃত কেনারাম ঢালীর ছোট ছেলে প্রবীর কুমার ঢালী মৌজা-হিজলডাঙ্গা, বিআরএস খতিয়ান নং- ৭৪, ৬৭৬দাগে ৪৪শতক জমির অর্ধেক ভোগ দখল করে আসছে। অথচ তার বড় ভাই মৃতুঞ্জয় কুমার ঢালী একাই সেই সম্পত্তি তিন ভাগের দুই ভাগ দখল করার পায়তারা চালাচ্ছে।

গত ২৬শে মে প্রবীর কুমার ঢালীর ‘রেমাল’ ঘূর্ণিঝড়ে ঘরবাড়ি ভেঙ্গে যায়। ২৮মে সকালে জনবল দিয়ে তার পৈত্তিক সম্পত্তির উপর ঘরবাড়ি তৈরি করতে গেলে তার বড় ভাই মৃতুঞ্জয় কুমার ঢালী (৫২) বাঁধা দেয়। বড় ভাইয়ের হুকুমে একই গ্রামের মৃত বিষ্টুপদ পরামানিকের পুত্র মহানন্দ পরামানিক (৪০), সহাদেব ঢালীর পুত্র দিবাস ঢালী (৩৫), মৃত দুর্গাপদ রায়ের পুত্র দিপ্ত রায় (৩০), নিরেন সরকারের পুত্র সিদ্ধার্ত সরকার (৩০) ও মৃত হিলা লাল কুলিনের পুত্র বিশ^ কুলিন (৪০) বাদী প্রবীর কুমার ঢালীদেরকে জীবন নাশের হুমকীসহ তফশীল জমি থেকে উচ্ছেদ করার হুমকী দেয়। ঐ সময় বাদীর স্ত্রী ঝুম্পা রানী (৩২)কে লাবনা দিয়ে মারপিট করতে উদ্যত হয়। এবিষয়ে ভুক্তভোগী প্রবীর কুমার ঢালী তদন্ত পূর্বক সুষ্ঠু বিচারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত