জি এম আব্বাস উদ্দীন, বিশেষ প্রতিনিধি : ৩ রা মে সোমবার বাহেরা দারুল উলুম মাদ্রাসা আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে কুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মমিনুর রহমান। নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আল ফেরদৌস আলফাকে। এসময় উপস্থিত ছিলে উপজেলার ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও জিএম সর্স্প।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোমরা স্থল বন্দর প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মাওলানা এস এম আব্দুর রউফ উপস্থিত ছিলেন উক্ত মাদ্রাসার প্রিন্সিপালসহ অন্যান্য শিক্ষক মন্ডলী ও এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ। অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান অতিথি নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আল ফেরদৌস আলফা। তিনি বলেন, উপজেলার দায়িত্ব মহান রব্বুল আলামীন আপনাদের পবিত্র আমানত ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন।
আপনারা দোয়া করবেন আমি যেন সঠিকভাবে এই দায়িত্ব ভার পরিচালনা করতে পারি। আমার উপজেলাতে অন্যান্য সংখ্যালঘু জাতি বাস করে তাদেরকেও আমাদের সকলের দায়িত্ব তারা যাতে আমাদের উপজেলাতে সুন্দরভাবে বসবাস করতে পারে। তাদের যেন কোন অসুবিধা না হয়।
আমি শপথ গ্রহণের পরে দায়িত্ব বুঝে পেলে গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সোনার বাংলা গড়ার লক্ষে তার মাধ্যমে যে বরাদ্দ আমি পাব উপজেলার প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে খোঁজখবর নিয়ে রাস্তাঘাট, পুকুর পাড়, মসজিদ, মাদ্রাসা, মন্দির. যথাযথভাবে কাজ করব ইনশাল্লাহ। মানুষ ভুলের উর্দ্ধে নয় আমার ভুল হলে সমালোচনা না করে আমার পাশে যে ভুলগুলো ধরিয়ে দেবেন। আমাকে যখন ফোন করবেন আমি ফোন উঠানোর চেষ্টা করব। আপনারা যদি কোন কারণবশত আমাকে না পান উপজেলা পরিষদের সামনে এবং পারুলিয়া গরুর হাটের বাসার সামনে দুই জায়গায় দুটো পরামর্শ বক্স থাকবে আপনারা পরামর্শ ও আপনার দাবি দাবা লিখে বক্সের রেখে আসবেন। আমি সন্ধ্যার পরে বক্সগুলো খুলে সবার লেখাগুলো পড়ে দেখব এবং তৎ অনুযায়ী যথাযথা কাজগুলো করবো ইনশাল্লাহ।
আপনাদের পাশে আছি থাকবো আপনারাও আমার পাশে থাকবেন এতটুকু দাবি আপনাদের কাছে। আমি উপজেলা বাসির পাশে থেকে উপকার করে এবং দেবহাটা উপজেলাকে সরকারে দেওয়া বরাদ্দকৃত অর্থ সঠিকভাবে বন্টন করে একটি মডেল ডিজিটাল উপজেলা গড়তে পারলে তখন আপনারা আমাকে ফুল দিয়ে বরণ করে নেবেন। ফুলের মালা পরা উপযুক্ত এখনো আমি হইনি। আপনারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন আপনার আমার পাশে থেকে আমার কাজের সহযোগিতা করে সকলে মিলে একটা মডেল উপজেলা গড়তে পারলে তখন আপনারাই আমাকে ফুল দিয়ে বরণ করে নেবেন। নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আল ফেরদৌস আলফা সকলের উদ্দেশ্যে বলেন, আমার সাথে হাতে হাত মিলিয়ে সহযোগিতা করলে দেবহাটা উপজেলা কে ডিজিটাল একটি মডেল উপজেলা গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ।