দেবহাটা ব্যুরো : দেবহাটা উপজেলার সখিপুরে এক মৎস্য ঘেরে রাতের অন্ধকারে দুর্বৃত্তরা গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে আনুমানিক ৯০-১০০মন সাদা মাছ নিধন করেছে। ৫ জুন বুধবার দিবাগত্র রাত্রে যেকোনো সময়এ ঘটনা ঘটেছে। ঘের মালিক সখীপুর আহছানিয়া মিশনের ভার প্রাপ্ত সভাপতি, সখীপুর মোড় মসজীদের সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক মোকলেছুর রহমান জানান, বুধবার সকালে লোক মারফত জানতে পেরে আমি আমার মৎস্য ঘেরে যেয়ে দেখী ঘেরের পানিতে মাছ মরে টোপাপানার মত ভাসছে। তিনি আরো জানান, কেহ প্রতিহিংসার বশবর্তী হয়ে কে বা কাহারা রাতের আধারে গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ গুলো নিধন করেছে।