ফজলুল হক, কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জে বিএনপির কারাবন্দি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ অর্থসহ লাখ লাখ টাকার মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। সাতক্ষীরার কলারোয়ায় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামি কারাবন্দী নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কালিগঞ্জ উপজেলার সাবেক সভাপতি ও ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট শেখ আব্দুস সাত্তারের বাড়িতে দুধর্ষ চুরি সংগঠিত হয়েছে।
চোরেরা এ সময় তার বাড়ির জানালার গ্রিল কেটে ঘরের ভিতরে প্রবেশ করে বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ দেড় লাখ টাকা এবং ১০ ভরি স্বর্ণালংকার সহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। খবর পেয়ে সকাল ৯ টায় কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন ঘটনা স্থল পরিদর্শন করেছে।
ঘটনাটি ঘটেছে গত বুধবার(৫জুন) রাত আড়াইটার সময় কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের ধলবাড়িয়া গ্রামের সাবেক চেয়ারম্যান ও কালিগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি কারান্তরিন এ্যাডভোকেট শেখ আব্দুস সাত্তারের বাড়িতে। উক্ত ঘটনায় তার পুত্র শেখ আসাদুজ্জামান বাদী হয়ে (৬জুন) গতকাল বৃহস্পতিবার থানায় ১টি লিখিত অভিযোগ দায়ের করেছে।
থানা সূত্রে এবং সকাল সাড়ে ১১টার সময় সরেজমিনে ঘটনাস্থলে গেলে কারাবন্দি বিএনপির নেতা আব্দুস সাত্তারের স্ত্রী রেহানা পারভীন, পুত্র শেখ আসাদুজ্জামান ও তার পুত্রবধূ তানিয়া আক্তার এবং ভাগ্নে ৭ বছরের শিশু অনিক সাংবাদিকদের জানায় প্রতিদিনের ন্যায় তারা রাত্রে খাওয়া দাওয়ার বাড়ির দ্বিতল ভবনের দ্বিতীয় তলায় সবাই নিজ নিজ কক্ষে ঘুমিয়ে পড়ি। এই সুযোগে রাত আনুমানিক আড়াইটার দিকে ৫/৬জনের একটি মুখোশ পরিহিত চোরচক্রের সদস্যরা প্রথমে নিচ তালার জানালার একটি গ্রিল কেটে মেন গেট না ভেঙে ভিতরে প্রবেশ করে। এরপর সিড়ি বেয়ে উপরে ওঠে দ্বিতীয় তালার দরজার নাট, স্ক্রু খুলে ভিতরে প্রবেশ করে।
এরপর প্রথমে গৃহকর্ত্রী রেহেনা খাতুন কে এবং তার নাতি শিশু অনিককে মাথায় পিস্তল ঠেকিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে তার পুত্র আসাদুজ্জামান এর রুমে নিয়ে ডেকে তুলে একই রুমে মধ্যে সবাইকে একসাথে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ দেড় লক্ষ টাকা এবং ২ জোড়া রুলি, ২ জোড়া কানের দুল, ১ টি নেকলেস ৩ টি আংটি সহ মোট ১০ ভরি স্বর্ণ সহ মূল্যবান জিনিসপত্র নিয়ে ঘন্টা ব্যাপী তান্ডব চালিয়ে কাউকে কিছু না বলার জন্য জীবন নাশের হুমকি দিয়ে বেরিয়ে যায়। পরবর্তীতে বিষয়টি থানায় জানালে সকালে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন নিজেই ঘটনাস্থ পরিদর্শন করেন।
উক্ত ঘটনার সত্যতা স্বীকার করে অফিসার ইনচার্জ মোঃ শাহিন সাংবাদিকদের জানান লিখিত অভিযোগ পেয়েছি বিষয়টি মামলার প্রক্রিয়াধীন আছে।