অহিদুজ্জামান, দেবহাটা ব্যুরো : দেবহাটার কোমরপুরে নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয়কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৭জুন) বিকাল ৪ঘটিকায় কোমপুর যুব কমিটির আয়োজনে কোমরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উক্ত সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কোমরপুর খানাকাটি জামে মসজিদের ইমাম সাইফুল ইসলামের সভাপতিত্বে¡ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আল ফেরদাউস আলফা। তিনি বলেন, দেবহাটা উপজেলার সকল মানুষকে নিয়ে তাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রত্যয় নিয়ে আমি মাঠে নেমেছি। আমি পকেট ভর্তি করার জন্য চেয়ারম্যান হয়নি, চেয়াম্যান হয়েছি মানুষের সুখ দু:খে নিজেকে বিলিয়ে দেওয়ার জন্য।
আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন পাঁচ বছর আপনাদের গোলাম হিসাবে কাজ করতে পারি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ, পারুলিয়া ইউপির চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, কুলিয়া ইউপির সাবেক প্যানেল চেয়ারম্যান ও দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা রফিক সরদার ও ইউপি সদস্য আব্দুল আলিম প্রমূখ।