শেখ মনিরুজ্জামান : তালা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক এসএম নজরুল ইসলাম হেরে গিয়েও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। বৃহস্পতিবার (৬ জুন) সন্ধ্যা ৬:৩০ টায় কুমিরা ইউনিয়নের গৌরীপুর গ্রামে গণসংযোগ চালিয়েছেন। এই গণসংযোগের সময় তার সফর সঙ্গী হিসেবে ছিলেন কাজী সিদ্দিকুর রহমান, কালাম শেখ, আলমগীর হোসেন মঞ্জু,কাজী করিম, কাজী সোহাগ,সাহেব আলী কাজী প্রমুখ।
এছাড়াও নির্বাচনের পরের দিন থেকে তিনি বিভিন্ন গ্রাম গঞ্জে বাজারে বাজারে পাড়ায় মহল্লায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এই গরিবের বন্ধু বিজয় টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি গরিব মানুষের প্রতিনিয়ত খোঁজখবর নিচ্ছেন এবং তাদের আর্থিক সহযোগিতা প্রদান করছেন।তিনি মানুষের দ্বারে দ্বারে গিয়ে বলেন, এবার আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারেননি।
তাতে কি হয়েছে আগামী নির্বাচনে আপনারা আমাকে সহযোগিতা করে ভোট দিয়ে উপজেলা চেয়ারম্যান তৈরি করতে পারলে আপনারাই হবেন তালা উপজেলা চেয়ারম্যান। আমার চাওয়া-পাওয়ার কিছু নেই আমার সারা জীবনের ইচ্ছা বা নেশা জনগণের সেবা করা, গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানো। গৌরীপুর গ্রামের রাবেয়া খাতুন পিতা-সহোর কাজী কয়েকদিন আগে দুর্ঘটনা বসত তার ডান হাত ভেঙে যায়। সে গরীব অসহায় পরিবারের সন্তান তার দেখাশোনা করার বা চিকিৎসা করানোর তেমন কোন লোক নেই। এই কথা শুনে গরিবের বন্ধু সাংবাদিক এসএম নজরুল ইসলাম তার কাছে ছুটে যায়, গিয়ে তাকে আর্থিক সহযোগিতা দেয় এবং সার্বিক ভাবে সহযোগিতা করার আশ্বাস দেন।