মারুফ বিল্লাহ রুবেল, শ্যামনগর : শ্যামনগরে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল চারটায় শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়ন পরিষদ চত্বরে ক্ষতিগ্রস্থ ১শ পরিবারের মধ্যে পরিবার প্রতি ৬ হাজার টাকা বিতরণ করা হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা প্রেরণার বাস্তবায়নে ক্রিশ্চিয়ান এইড ও স্টার্ট ফান্ড বাংলাদেশের আর্থিক সহযোগিতায় নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন কৈখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহিনুর রহমান, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, ক্রিশ্চিয়ান এইডের ইমার্জেন্সি কো-অর্ডিনেটর শামসুজ্জামান, প্রজেক্ট কো অর্ডিনেটর বিজয় বিশ্বাস, প্রেরনার নির্বাহী প্রধান শম্পা গোস্বামী, ডিবিসি টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি বেলাল হোসেন সহ অন্যরা।